মিলন পন্ডা, পূর্বমেদিনীপুর.ইন : শুক্রবার সকালে দিঘাগামী তাম্রলিপ্ত এক্সেপ্রেসের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের। দুর্ঘটনাটি ঘটছে পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়া-নাচিন্দা রেলপথের ঘোলবাগদা এলাকায়। যদিও মৃত বৃদ্ধের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে হাওড়া থেকে এক্সপ্রেস ট্রেনটি দিঘার উদ্দেশ্যে যাওয়ার সময় ঘোলবাগদার কাছে ওই বৃদ্ধকে আচমকাই ট্রেনের সামনেচলে আসে। এই দুর্ঘটনার পর ট্রেনটি দাঁড়িয়ে যায়।
ঘটনার খবর পেয়ে ছুটে আসে রেল পুলিশ ও হেঁড়িয়া ফাঁড়ির পুলিশ। রেল পুলিশ মৃতদেহটি উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
যদিও এখনও পর্ষন্ত মৃত ব্যক্তির কোন পরিচয় জানা য়ায়নি। পুলিশ পরিচয় উদ্ধার করতে চেষ্টা চালাচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির আনুমানিক বয়স প্রায় ৬৫ বছর।