পূর্বমেদিনীপুর.ইন : চুরি করতে এসে গ্রামবাসীদের হাতে ধরা পড়ে রাতভর তান্ডব চালাল চোরের দল। একটি বাড়ির ছাদে উঠে পড়ে গ্রামবাসীদের লক্ষ করে ব্যাপক ইটবৃষ্টি করে তারা।
তবে নাছোড় গ্রামবাসীরাও ছাড়তে নারাজ। তারা কিছুতেই চোরেদের পালাতে দেয়নি৷ অবশেষে পুলিশ এসে চোরের দলকে পাকড়াও করেছে।
ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের সুতাহাটা থানার গোরানখালি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে প্রায় ২টো নাগাদ একদল চোর ওই গ্রামের একটি বাড়িতে চুরি করে। তবে ওই সময় বাড়িটিতে কেউ ছিল না।
তবে কোনও এক সূত্রে ঘটনাটি গ্রামনাসীরা জানতে পারে। এরপরেই গোপনে গ্রামবাসীরা ওই বাড়িটিকে ঘিরে ধরে। চোরেরা বেরতে গেলে গ্রামবাসীরা তাদের ধরতে যায়। তখনই চোরের দল ওই বাড়ির ছাদে থাকা ইট পাটকেল ছুড়তে শুরু করে।
এই ঘটনার জেরে পরিস্থিতি ব্যাপক উত্তেজনাপূর্ন হয়ে যায়। দীর্ঘ সময় এমমটা চলার পর আসে সুতাটা থানার পুলিশ। তারা এসে চোরেদের পাকড়াও করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামবাসীরা পুলিশকে বাধা দেয়।
তাদের দাবী, চোরেদের গ্রামবাসীদের হাতে তুলে দিতে হবে। এই নিয়ে পুনরায় পরিস্থিতি গরম হয়ে ওঠে। তবে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই পুলিশ অভিযুক্তদের নিয়ে কোনওক্রমে থানায় চলে যায়। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে।


