পূর্বমেদিনীপুর.ইন : শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে গিয়ে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল হলদিয়ার প্রখ্যাত ব্যবসায়ী এস.পি. ব্যানার্জী। কলকাতার একটি বেসরকারী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তাঁর মৃত্যুর খবরে শোকাহত ব্যবসায়ী মহল।
হলদিয়ায় এলটিসি গ্রুপ অফ কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এস.পি. ব্যানার্জী বর্তমানে লায়ন্স ক্লাবের 322C1-এর ডিস্ট্রিক্ট গভর্নর হিসেবেও দায়িত্ব সামলাচ্ছিলেন ছিলেন। তাঁর সামাজিক কর্মকান্ডের বিস্তার ছিল সুদূরপ্রসারী।
সূত্রের খবর, তাঁর শ্বাসকষ্ট জনিত সমস্যা ছিল। যার জন্য তিনি বেশ কয়েকদিন কলকাতার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মাত্র একদিন আগেই তিনি অনেকটা সুস্থ হয়ে উঠলে হাসপাতালে থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু রাতেই তিনি পুনরায় শ্বাসকষ্ট অনুভব করায় তড়িঘটি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কিন্তু এরপরেই তাঁর হৃদযন্ত্র আচমকা বিকল হয়ে যায়। তাঁকে আইসিইউতে রাখা হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাঁকে। এস.পি. ব্যানার্জীর সঙ্গে রাজনৈতিক মহলেও যথেষ্ট যোগাযোগ ছিল। তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ পরিচিতজনেরা।
#newzbangla #BengaliNews #PurbaMedinipurNews #নিউজবাংলা #newsbangla #EgraNews