পূর্বমেদিনীপুর.ইন :শুক্রবার বেলার দিকে পূর্ব মেদিনীপুরের হেড়িয়া থানা এলাকায় একটি পুকুর থেকে এক সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কে বা কারা শিশুটিকে পুকুরে ফেলে দিয়েছে তা এখনও পরিষ্কার নয়।
ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় বহু মানুষ ঘটনাস্থলে ছুটে আসে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় হেঁড়িয়া ফাঁড়ির পুলিশ। শিশুপুত্রকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে মৃতদেহটি কাঁথি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর তোড়জোড় শুরু হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অনুমান লোকলজ্জার ভয়েই সম্ভবতঃ শিশুটিকে পুকুরের জলে ফেলে দিয়ে পালিয়ে গিয়েছে। জানা গেছে, সড়ক থেকে কিছু দুরে পুকুরে মৃতদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।