মিলন পন্ডা, পূর্বমেদিনীপুর.ইন : সোমবার সকালে দিঘা নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ভেনামি চিংড়ি বোঝাই একটি ট্রাক। এর জেরে মাছ কুড়িয়ে নেওয়ার হুড়োহুড়ি পড়ে যায় এলাকায়।
এদিন সকাল ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে মারিশদা থানার লোকাল বোর্ড বাসস্ট্যান্ডের কাছে। এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে যান চলাচল বেশ কিছু সময় ব্যাহত হয়েছে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহায়তায় ট্রাকের চালক ও খালাসীকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাকটি কাঁথি থেকে ভেনামি চিংড়ি বোঝাই করে নন্দকুমারের দিকে যাচ্ছিল। একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে যায়।
ঘটনার খবর পেয়েই মাছ তুলতে ভীড় জমান স্থানীয়রা। পরে মারিশদা থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার কাজে হাত লাগিয়েছে।