পূর্বমেদিনীপুর.ইন : সোমবার বিকেল নাগাদ জামাইয়ের মোটর বাইক চেপে মেয়ের বাড়ি যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালে শ্বাশুড়ি আঙ্গুরবালা মিশ্র (৫৭)। তাঁর বাড়ি কাঁথি থানার ভুপতিনগর গ্রামে। ঘটনাস্থল ১১৬বি জাতীয় সড়কের কাঁথির ঘাটুয়া বাসস্ট্যান্ডের অনতিদূরে।

পুলিশ সূত্রে জানা গেছে, এদিন বিকেল নাগাদ জামাইয়ের মোটর বাইকে চেপে রামনগরে মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন ওই মহিলা। ঘাটুয়ার কাছে মোটর বাইকটি গ্রামের রাস্তা ছেড়ে ১১৬বি জাতীয় সড়কে উঠতেই পেছন থেকে আসা একটি বাস সজোরে বাইকে ধাক্কা মারে।

ধাক্কা খেয়েই বাইক থেকে ছিটকে পড়েন শ্বাশুড়ি ও জামাই। সেই সময় বাসটি আঙ্গুরবালার ওপর দিয়ে চলে যায়। এর জেরে ঘটনাস্থলেই মহিলার মৃত্যু হয়। তবে জামাইকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ঘটনার খবর পেয়ে ছুটে যান কাঁথি থানার পুলিশ। পুলিশ গিয়ে মৃতদেহটিকে উদ্ধারের পাশাপাশি ঘাতক বাসটিকেও আটক করেছে। তবে বাসটির চালক পলাতক বলে জানিয়েছে পুলিশ।
মোবাইলে আরও নিউজ আপডেট পেতে এইখানে ক্লিক করুন – Whatsapp