Exclusive Content:

Big Breaking : অভিষেকের চড় কান্ডে অভিযুক্ত দেবাশিষের রহস্যজনক মৃত্যু !

Spread the love

 

তমলুক (পূর্ব মেদিনীপুর) : গত ২০১৫ সালের ৪ জানুয়ারী পূর্ব মেদিনীপুরের চন্ডীপুরের দলীয় জনসভায় বক্তব্য রাখার সময় আচমকাই মঞ্চে উঠে তৎকালীন তৃণমূলের যুব নেতা অভিষেক ব্যানার্জীকে চড় কষিয়ে দিয়েছিল তমলুকের যুবক দেবাশিষ আচার্য নামের এক যুবক। আজ সেই দেবাশিষের মৃত্যু হয়েছে রহস্যজনক ভাবে।

সূত্রের খবর, আজ বৃহস্পতিবার ভোর ৪.১৫টা অজ্ঞাত কেউ মৃতপ্রায় দেবাশিষকে জেলা সদর তমলুক হাসপাতালে ভর্তি করে দিয়ে যায়। কিছু সময় বাদেই মৃত্যু হয় তাঁর। বিকেল নাগাদ তাঁর পরিবারের সদস্যরা জানতে পেরে হাসপাতালে পড়ে রয়েছে দেবাশিষের মৃতদেহ। এরপরেই শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। ঘটনাস্থলে ছুটে আসে দেবাশিষের পরিবার।

সেই সঙ্গে হাসপাতালে ছুটে আসেন তমলুক থানার অফিসার ইনচার্জ, মহকুমা পুলিশ আধিকারীক সহ একাধিক প্রশাসনিক কর্তাব্যক্তিরা। ঠিক কি ঘটল তা এখনও কেউ আঁচ করতে পারেননি। কে বা কারা দেবাশিষকে হাসপাতালে ভর্তি করে দিয়ে গেল, তার সঙ্গে ঠিক কি ঘটেছিল তা এখনও পরিষ্কার নয়। দেবাশিষের পরিবারের পাশাপাশি গোটা ঘটনা নিয়ে অন্ধকারে রয়েছে পুলিশ প্রশাসনও।

সূত্রের খবর, যেদিন অভিষেককে চড় মারার পরেই দেবাশিষকে মঞ্চের ওপর বেধড়ক মারধর করেছিল তৃণমূলের নেতা কর্মীরা। গুরুতর আহত অবস্থায় দেবাশিষকে উদ্ধার করে কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে অভিষেকের সঙ্গে দেবাশিষের পরিবার দেখা করে ঘটনার জন্য ক্ষমা চাইলে আহত দেবাশিষের সমস্ত চিকিৎসা খরচ বহন করেন খোদ অভিষেকই।

পরবর্তীকালে দীর্ঘ চিকিৎসার পর দেবাশিষ সুস্থ হয়ে ওঠে। তবে এরপর দফায় দফায় দেবাশিষকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেন অনেকেই। সুস্থ হয়ে দেবাশিষ জানিয়েছিল, সে আরএসএস এর আদর্শে অনুপ্রাণিত হয়েই অভিষেককে চড় কষিয়েছিল। পরে সে ঘটনার জন্য অনুতপ্ত বলে জানিয়েছিল। কিন্তু কিভাবে আজ তাঁর মৃত্যু হল তা নিয়ে হতভম্ব সকলেই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃত দেবাশিষের বন্ধূ সঞ্জয় দেবনাথ জানান, “গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ দেবাশিস একটি মোটর বাইক নিয়ে ৪১নং জাতীয় সড়কের নেতাজীনগরের কাছে একটি চায়ের দোকানে যাবে বলে জানায়। বন্ধুর ডাকে সাড়া দিয়েই আমি ও শুভঙ্কর ঘোষ আরও একটি মোটর বাইক নিয়ে রওনা দেই। তিনজনে একসঙ্গে নেতাজীনগরের চায়ের দোকানে গিয়ে আড্ডা দেওয়ার সময় আচমকাই দেবাশিষ ফোনে কথা বলতে বলতেই বাইক নিয়ে কারও সঙ্গে দেখা করবে বলে চলে যায়। এরপর থেকে দেবাশিষের সঙ্গে ফোনে আর যোগাযোগ করা যায়নি”।

সঞ্জয় আরও জানান, “এরপর দীর্ঘ সময় অপেক্ষা করেও দেবাশিষ না আসায় আমরা ফিরে আসি। সকালে দেবাশিষের মা ফোন করে জানান, রাতে সে বাড়ি ফেরেনি। এরপরেই তাঁর খোঁজ করতে করতেই বিকেল নাগাদ জানতে পারি দেবাশিষ হাসপাতালে মৃত অবস্থায় রয়েছে। কি ভাবে তাঁর মৃত্যু হল তা জানার জন্য সকলেই উদগ্রীব হয়ে রয়েছি”, জানিয়েছে সঞ্জয়।

তমলুকের মহকুমা পুলিশ আধিকারীক অতীশ বিশ্বাস জানান, “গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃত দেহটিকে ময়না তদন্তে পাঠিয়েছি। তবে হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ ভোরের দিকে ওই যুবককে আশংকাজনক অবস্থায় ভর্তি করে দিয়েগেছে। এরপর তাঁর মৃত্যু হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখে তবেই কি ঘটেছিল তা জানানো সম্ভব হবে” বলে জানিয়েছেন তিনি।

 

মোবাইলে আরও নিউজ আপডেট পেতে এইখানে ক্লিক করুন – Whatsapp

Latest

Midday Meal : মিড-ডে মিলের হাল দেখবে কেন্দ্রীয় দল, সতর্কতা সব স্কুলেই

পূর্বমেদিনীপুর.ইন : মিড-ডে মিল পরিদর্শনে রাজ্যে আসছে কেন্দ্রীয় দল।...

Stones fallen from Train : মহিষাদলে চলন্ত মালগাড়ি থেকে আচমকাই শুরু পাথর বৃষ্টি, অল্পের জন্য রক্ষা পেলেন পথচারীরা !

মহিষাদল, পূর্ব মেদিনীপুর : চলন্ত মালগাড়ি থেকে হুড়মুড়িয়ে ছড়িয়ে...

Newsletter

Don't miss

Midday Meal : মিড-ডে মিলের হাল দেখবে কেন্দ্রীয় দল, সতর্কতা সব স্কুলেই

পূর্বমেদিনীপুর.ইন : মিড-ডে মিল পরিদর্শনে রাজ্যে আসছে কেন্দ্রীয় দল।...

Stones fallen from Train : মহিষাদলে চলন্ত মালগাড়ি থেকে আচমকাই শুরু পাথর বৃষ্টি, অল্পের জন্য রক্ষা পেলেন পথচারীরা !

মহিষাদল, পূর্ব মেদিনীপুর : চলন্ত মালগাড়ি থেকে হুড়মুড়িয়ে ছড়িয়ে...

Tamluk : তমলুকে ভয়াবহ গতির বলি মহিলা, আহত ৩ !

তমলুক, পূর্ব মেদিনীপুর : শুক্রবার রাতে পূর্ব মেদিনীপুরের তমলুকের...

Fire in Transformer : প্রখর গরমে মহিষাদলে ভরা বাজারে ট্রান্সফরমারে ভয়াবহ আগুন, প্রশাসনের তৎপরতায় বড়সড় বিপদ থেকে রক্ষা !

মহিষাদল : তাপমাত্রা প্রায় ৪২ ডিগ্রী, এই পরিস্থিতিতে এমনিতেই হাঁসফাঁস অবস্থা সকলের। তারই মাঝে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ পূর্ব মেদিনীপুরের মহিষাদলে ভরা বাজারে...

Nandigram : প্রাচীন ভারতের শিল্পকলা-সাহিত্য-সংস্কৃতি-শিক্ষা বিষয়ক জাতীয় স্তরের সেমিনার আয়োজিত হল নন্দীগ্রাম সীতানন্দ কলেজে !

নন্দীগ্রাম : স্বাধীনতার অমৃত মহোৎব উদযাপনের অঙ্গ হিসেবে সীতানন্দ কলেজে অনুষ্ঠিত হল একদিবসীয় জাতীয়স্তরের সেমিনার (Nandigram)। যেখানে আলোচনার মূল বিষয় ছিল প্রাচীন ভারতের শিল্পকলা,...

Midday Meal : মিড-ডে মিলের হাল দেখবে কেন্দ্রীয় দল, সতর্কতা সব স্কুলেই

পূর্বমেদিনীপুর.ইন : মিড-ডে মিল পরিদর্শনে রাজ্যে আসছে কেন্দ্রীয় দল। আজ, সোমবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরবে ওই দল। সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলার কিছু স্কুলে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here