Exclusive Content:

পূর্ব মেদিনীপুরে খসড়া ভোটার তালিকায় বাড়ল ৩টি বুথ, ২০২৩-এর ১ জানুয়ারি যাদের বয়স ন্যূনতম ১৮ বছর তাঁদেরও নাম উঠবে ভোটার তালিকায় !

Spread the love

তমলুক : কয়েক মাস পরেই রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগে খসড়া ভোটার তালিকা প্রকাশ-সহ নতুন ভোটার তালিকায় নাম সংযোজন, বিয়োজন, স্থানান্তর সহ সংশোধনের কাজ শুরু হল বুধবার। এবার ভোটার তালিকার বিশেষত্ব হল, ২০২৩ সালের ১ জানুয়ারি যাদের বয়স ন্যূনতম ১৮ বছর হবে,আগামী ৫ জানুয়ারি যে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে সেই তালিকায় তাঁদের নাম যুক্ত হবে।

এছাড়াও যাঁদের বয়স ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসে ১৮ বছর হবে তাঁরাও ভোটার তালিকায় নাম তোলার জন্য এখন আবেদন জানাতে পারবেন। তবে তাঁদের নাম জানুয়ারি মাসে ভোটার তালিকায় থাকবে না। এখন তাঁদের আবেদন গ্রহণ করে শুনানি করে রাখা হবে। আগামী এপ্রিল মাসে যে ভোটার তালিকা প্রকাশিত হবে সেই তালিকায় তাঁদের নাম থাকবে।

প্রকাশিত খসড়া ভোটার তালিকা অনুযায়ী, পূর্ব মেদিনীপুরে মোট ভোটার ৪১ লক্ষ ২ হাজার ৭০৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২১ লক্ষ ৯ হাজার ৪২ জন ও মহিলা ভোটার ১৯ লক্ষ ৯৩ হাজার ৬১০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৫৪ জন। জেলায় ভোটগ্রহণ কেন্দ্র বা বুথ পুনর্বিন্যাসের পর গত বারের তুলনায় এবার তিনটি বুথ বেড়েছে।

গতবার জেলায় মোট বুথের সংখ্যা ছিল ৪ হাজার ৩৫৮টি। এবার জেলায় মোট বুথের সংখ্যা ৪ হাজার ৩৬১টি। এর মধ্যে তমলুক মহকুমার ১ হাজার ৬৪৩টি, হলদিয়া মহকুমায় ৮০৬টি, কাঁথি মহকুমায় ১ হাজার ৮১টি ও এগরা মহকুমায় ৮৩১টি বুথ রয়েছে। জেলায় নতুন যে তিনটি বুথ বেড়েছে তার মধ্যে তমলুক বিধানসভা এলাকায় একটি, নন্দীগ্রাম বিধানসভায় একটি এবং খেজুরি বিধানসভায় একটি বুথ রয়েছে।

খসড়া ভোটার তালিকা প্রকাশ-সহ ভোটার তালিকা নিয়ে এ দিন তমলুকে জেলা প্রশাসনিক অফিসে সাংবাদিক বৈঠক করেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি। ছিলেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) শৌভিক চট্টোপাধ্যায়, জেলা নির্বাচন দফতরের ভারপ্রাপ্ত আধিকারিক শান্তনু দাস ও জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক মহুয়া মল্লিক।

বুধবার জেলাশাসক জানান, আজ থেকে জেলায় সংক্ষিপ্ত ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়েছে। প্রতি বুথে বিএলও (বুথ লেভেল অফিসার) থাকবেন। ৮ ডিসেম্বর পর্যন্ত তাঁরা বুথে থাকবেন এবং ভোটার তালিকায় নাম তোলা, বাদ দেওয়া কিংবা স্থানান্তর, সচিত্র পরিচয়পত্রে সংশোধনের জন্য আবেদন বা আপত্তি জানানোর ‘ফর্ম’ দেবেন ও জমা নেবেন।”

জেলাশাসক জানান, ৯ নভেম্বর থেকে ৮ ডিসেম্বরের মধ্যে প্রতি শনিবার ও রবিবার বুথে বুথে বিশেষ অভিযান চালানো হবে। সকাল ১১ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিএলও থাকবেন। এছাড়া সপ্তাহের বাকিদিনগুলিতে বেলা ১২টা থেকে দুপুর ২টো পর্যন্ত আবেদন জমা নেওয়ার জন্য বিএলও বুথে থাকবেন।

আগে প্রতিবছরে একবার ভোটার তালিকা সংশোধনের কাজ হত। এবার প্রতি বছর জানুয়ারি, এপ্রিল, জুলাই ও অক্টোবর মাসে ভোটার তালিকা সংশোধন হবে। এর ফলে নাগরিকরা তিনমাস অন্তর ভোটার তালিকায় নাম তোলার সুযোগ পাবেন।

Latest

Midday Meal : মিড-ডে মিলের হাল দেখবে কেন্দ্রীয় দল, সতর্কতা সব স্কুলেই

পূর্বমেদিনীপুর.ইন : মিড-ডে মিল পরিদর্শনে রাজ্যে আসছে কেন্দ্রীয় দল।...

Stones fallen from Train : মহিষাদলে চলন্ত মালগাড়ি থেকে আচমকাই শুরু পাথর বৃষ্টি, অল্পের জন্য রক্ষা পেলেন পথচারীরা !

মহিষাদল, পূর্ব মেদিনীপুর : চলন্ত মালগাড়ি থেকে হুড়মুড়িয়ে ছড়িয়ে...

Newsletter

Don't miss

Midday Meal : মিড-ডে মিলের হাল দেখবে কেন্দ্রীয় দল, সতর্কতা সব স্কুলেই

পূর্বমেদিনীপুর.ইন : মিড-ডে মিল পরিদর্শনে রাজ্যে আসছে কেন্দ্রীয় দল।...

Stones fallen from Train : মহিষাদলে চলন্ত মালগাড়ি থেকে আচমকাই শুরু পাথর বৃষ্টি, অল্পের জন্য রক্ষা পেলেন পথচারীরা !

মহিষাদল, পূর্ব মেদিনীপুর : চলন্ত মালগাড়ি থেকে হুড়মুড়িয়ে ছড়িয়ে...

Tamluk : তমলুকে ভয়াবহ গতির বলি মহিলা, আহত ৩ !

তমলুক, পূর্ব মেদিনীপুর : শুক্রবার রাতে পূর্ব মেদিনীপুরের তমলুকের...

Fire in Transformer : প্রখর গরমে মহিষাদলে ভরা বাজারে ট্রান্সফরমারে ভয়াবহ আগুন, প্রশাসনের তৎপরতায় বড়সড় বিপদ থেকে রক্ষা !

মহিষাদল : তাপমাত্রা প্রায় ৪২ ডিগ্রী, এই পরিস্থিতিতে এমনিতেই হাঁসফাঁস অবস্থা সকলের। তারই মাঝে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ পূর্ব মেদিনীপুরের মহিষাদলে ভরা বাজারে...

Nandigram : প্রাচীন ভারতের শিল্পকলা-সাহিত্য-সংস্কৃতি-শিক্ষা বিষয়ক জাতীয় স্তরের সেমিনার আয়োজিত হল নন্দীগ্রাম সীতানন্দ কলেজে !

নন্দীগ্রাম : স্বাধীনতার অমৃত মহোৎব উদযাপনের অঙ্গ হিসেবে সীতানন্দ কলেজে অনুষ্ঠিত হল একদিবসীয় জাতীয়স্তরের সেমিনার (Nandigram)। যেখানে আলোচনার মূল বিষয় ছিল প্রাচীন ভারতের শিল্পকলা,...

Midday Meal : মিড-ডে মিলের হাল দেখবে কেন্দ্রীয় দল, সতর্কতা সব স্কুলেই

পূর্বমেদিনীপুর.ইন : মিড-ডে মিল পরিদর্শনে রাজ্যে আসছে কেন্দ্রীয় দল। আজ, সোমবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরবে ওই দল। সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলার কিছু স্কুলে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here