কোলাঘাট : পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের দেউলিয়া বাজার থেকে খন্যাডিহি পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ চলছে অত্যন্ত ধীমেতালে। কাজে কোনও স্বচ্ছতা নেই। চওড়া রাস্তা নতুন করে বানানো হচ্ছে অপেক্ষাকৃত সংকীর্ণ ভাবে। ওয়ার্কঅর্ডার দেখতে চাইলে তা আড়াল করা হচ্ছে। এমনই একাধিক অভিযোগে বৃহস্পতিবার সকালে পুলিশিটা বাজারে রীতিমত বাঁশ দিয়ে ঘিরে রাস্তা অবরোধ করল স্থানীয় বাসিন্দারা।
বিক্ষোভকারীদের দাবী, অস্বচ্ছতার কাজে প্রচুর ঢিলেমি হচ্ছে। এমনটা চলতে পারে না। দীর্ঘদিন ধরে কাজ চলতে থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনার মুখে পড়ছে সাধারণ পথচারি থেকে বাইক আরোহীরা। রাস্তায় ছড়িয়ে রাখা ধুলোর চাদরে ঢাকা পড়ে শ্বাস কষ্ট হচ্ছে মানুষের। এরই প্রতিবাদে আজ রাস্তায় বাঁশ বেঁধে অবরোধ করা হয়েছে।
অবরোধে সামিল স্থানীয় বাসিন্দা মাহমুদ আলির দাবী, “স্থানীয় আগন্তুক ক্লাবের উদ্যোগে আজকের অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তার কাজ শেষ হয়নি। ওয়ার্কঅর্ডার দেখানো হচ্ছে না। আগের থেকেও রাস্তার চওড়া কমিয়ে দেওয়া হয়েছে। রাস্তা অনেক উঁচু হয়ে গেলেও রাস্তার দু’দিকে অত্যন্ত নীচু থাকায় প্রতিনিয়ত বাইক দুর্ঘটনা ঘটছে”।
তিনি আরও জানান, “দেউলিয়া থেকে খন্যাডিহি প্রতিনিয়ত অসুস্থ মানুষদের দফারফা হচ্ছে। রাস্তায় বিপুল ধুলোর জেরে বাসিন্দাদের শ্বাসকষ্ট হছে। এরই প্রতিবাদে আজ প্রতীকি অবরোধ করা হয়েছে। এরপরেও প্রশাসনের কোনও হেলদোল না দেখা গেলে বড়সড় বিক্ষোভ আন্দোলন সংঘটিত করা হবে”।