ময়না : রাজ্য জুড়ে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। প্রতিদিনই এই ক্যাম্পে ভীড় জমাচ্ছেন হাজার হাজার মানুষ। হাতেনাতে সরকারী পরিষেবা পেতে বহু সমস্যা নিয়েই হাজির হচ্ছেন এলাকাবাসীরা। কিন্তু পূর্ব মেদিনীপুরের ময়নায় আয়োজিত এমনই একটি ক্যাম্পে সাধারণ মানুষকে অযথা হয়রানির অভিযোগ ওঠায় ভূমি দফতরের এক আধিকারীককে প্রকাশ্যে ধমক দিলেন জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাজী।
যদিও পরে জেলা শাসক জানান, “দুয়ারে সরকার ক্যাম্পে বহু মানুষ দুর্দান্ত ভাবে পরিষেবা পাচ্ছেন। তবে সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয় সেদিকে নজর রাখতে বলা হয়েছে”। জেলা শাসকের দাবী, “ক্যাম্পে প্রচুর ভীড় হচ্ছে। তবে টেকনিক্যাল কারনে কোনও সমস্যা হাতেনাতে সমাধান না হলে তা মানুষকে বুঝিয়ে বলতে হবে”।
অভিযোগ, এক বয়স্ক ব্যক্তি তাঁর মৃত বাবার দানপত্র নিয়ে দুয়ারে সরকার ক্যাম্পে হাজির হয়েছিলেন। কিন্তু সেখানে কর্তব্যরত ভুমি দফতরের আধিকারীক ওই ব্যক্তিকে তাঁর বাবাকে স্বশরীরে হাজির হতে বলেন। বাবা মৃত জানানোর পরেও ওই আধিকারীক কোনও কথাই শুনতে রাজি হননি বলে অভিযোগ ওঠে। ঘটনার সময় সাধারণ মানুষের ভীড়ে মিশে গোটা ঘটনা নজরে আসে জেলা শাসকের। এরপরেই মানুষকে হয়রানি বন্ধ করতে বলে ওই ভূমি দফতের আধিকারীককে ধমক দেন জেলা শাসক। টেকনিক্যাল সমস্যা থাকলে তা বুঝিয়ে বলার নির্দেশ দেন জেলা শাসক।
গোটা ঘটনা ঘিরে শোরগোল পড়ে গেলে ক্যাম্পে থাকা কর্তব্যরত আধিকারীকরা সেখানে ছুটে আসেন। জেলা শাসক এরপরেই নির্দেশ দেন, সাধারণ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। মানুষকে অযথা হয়রানি করা যাবে না। যদিও এই ঘটনার বিষয়ে ভূমি দফতরের ওই আধিকারীক কোনও মন্তব্য করতে রাজি হননি।
পরে সংবাদ মাধ্যমে ঘটনার প্রতিক্রিয়ায় জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাজী জানান, “প্রতিটি দুয়ারে সরকার ক্যাম্পে প্রচুর ভীড় হচ্ছে। এত চাপের মধ্যেও মাথা ঠান্ডা রেখে মানুষকে পরিষেবা দিতে হবে। কেউ কিছু জানতে চাইলে তাঁদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। সমস্যা হলে বুঝিয়ে বলতে হবে। অযথা কাউকে হয়রান করা যাবে না এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে”।