হলদিয়া : তিনি হলদিয়ার অতিরিক্ত পুলিস সুপার আইপিএস শ্রদ্ধা পান্ডে। কঠোর হাতে নিয়ন্ত্রণ করেন বিস্তীর্ণ এলাকার আইন শৃঙ্খলা। অন্যদিকে তিনিই আবার মমতাময়ী মা। সবকিছুকে ছাপিয়ে ছোট্ট সন্তানের প্রতিও রয়েছে তাঁর অগাধ দায়িত্ব। কিন্তু নিজের কাজের ফাঁকে শিশুটিকে সময় দেওয়ায় হয়ে ওঠে না। তবে পুলিশের ডিউটিতে কোনও ফাঁক ফোকর না থাকলেও সুযোগ পেলেই মেয়ের সঙ্গলাভের সুযোগ ছাড়েন না তিনি।
মঙ্গলবার হলদিয়ার একটি বেসরকারী স্কুলের অনুষ্ঠানে তাই দু’বছরের কন্যা সন্তানকে কোলে নিয়েই হাজির হলেন আইপিএস শ্রদ্ধা। মেয়েকে কোলে নিয়েই ঘুরে দেখলেন স্কুলের সায়েন্স এক্সপোতে ছাত্রছাত্রীদের তৈরি বিজ্ঞানের নানান মডেল। পুলিসের উর্দি গায়ে আইপিএস-এর মায়ের ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ উপস্থিত সকলেই। পরম মমতায় ছাত্রছাত্রীদের সঙ্গে হাঁসিমুখেই ধরা দিলেন তিনি।
অনুষ্ঠানে এসে আইপিএস শ্রদ্ধা জানান, “আমি ভীষণ খুশি হয়েছি নিজের মেয়েকে সঙ্গে নিয়ে এমন সুন্দর একটা অনুষ্ঠানে আসতে পেরে। আমার মেয়েও খুব আনন্দ পেয়েছে এমন পরিবেশ দেখে। ছোট ছোট বাচ্চাদের মনোমুগ্ধকর অনুষ্ঠান দেখলাম। বিশেষ করে মেয়েকে সঙ্গে নিয়ে আসতে পেরে আমি আরও বেশী খুশি হয়েছি। এরজন্য স্কুল কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাচ্ছি”।
দেখুন আরও কিছু মুহূর্তের ছবি :