মহিষাদল : তাপমাত্রা প্রায় ৪২ ডিগ্রী, এই পরিস্থিতিতে এমনিতেই হাঁসফাঁস অবস্থা সকলের। তারই মাঝে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ পূর্ব মেদিনীপুরের মহিষাদলে ভরা বাজারে আচমকাই দাউদাউ করে আগুন ধরে গেল একটি ট্রান্সফরমারে। খবর পেয়ে মহিষাদল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় গোটা এলাকার বিদ্যুতের সরবরাহ। এরপরেই আগুন নেভানো সম্ভব হয়েছে। তবে এই ঘটনায় কোউ হতাহতর খবর নেই বলেই মহিষাদল থানা সূত্রে জানানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন মহিষাদলের সিনেমামোড় লাগোয়া গেঁওখালী বাসস্ট্যান্ডের কাছে বাস রাস্তার পাশে থাকা ট্রান্সফরমারটিতে আচমকা আগুন ধরে যায়। এর জেরে রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়ে যায়। বিদ্যুৎ সরবরাহ চালু থাকায় ভয়ে কেউই আগুন নেভাতে যাওয়ার সাহস পায় নি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই বিষয়ে স্থানীয় বিদ্যুৎ দফতরের অফিসে বারেবারে ফোন করা হলেও কোনও উত্তর পাওয়া যায়নি। এই সময় স্থানীয়রা থানায় ফোন করে বিষয়টি জানায়। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ বাহিনী। ততক্ষণে আগুনের শিখা ছড়িয়ে পড়তে থাকে। এরপরেই গোপালপুর সাব স্টেশনে ফোন করে গোটা এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তারপরেই জল ছিটিয়ে আগুন নেভানো সম্ভব হয়েছে।
এই ঘটনার কিছু পরে দুর্ঘটনাগ্রস্ত ট্রান্সফরমারের এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রেখে বাকী এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল রাখা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই ট্রান্সফরমারে এর আগেও বেশ কয়েকবার অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা। তবে দীর্ঘ সময় কেটে গেলেও দুর্ঘটাগ্রস্ত ট্রান্সফরমারের এলাকায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়নি বলেই স্থানীয়দের দাবী।