নন্দীগ্রাম : এবার বিজেপির আদি বনাম নব্য গোষ্ঠীর লড়াইয়ে আলোচনার কেন্দ্রে উঠে এল নন্দীগ্রাম। বুধবার রাতে নন্দীগ্রামের তারাচাঁদবাড় গ্রামে এই সংঘর্ষের ঘটনায় দুই মহিলা জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় ৪ জনকে পাকড়াও করেছে পুলিশ। ধৃতদের আজ হলদিয়া মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নন্দীগ্রামে শহীদ দিবস পালনকে কেন্দ্র করেই এই ঝামেলার সূত্রপাত। বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর অনুগামী বনাম আদি বিজেপি নেতাদের মধ্যে কার নেতৃত্বে হবে অনুষ্ঠান তা এই নিয়েই বিতর্ক বাঁধে। এরপরেই শুরু হয় হাতাহাতি। পরে ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। গুরুতর জখম হন দুই মহিলা। তাঁদের দ্রুত উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাটিকে হাতিয়ার করে ময়দানে নেমেছে তৃণমূল। নন্দীগ্রামের তৃণমূল নেতাদের দাবী, বিজেপি নিজের ঘর সামলাতে ব্যর্থ। দলবদলু বিজেপি নেতারা এখন ক্ষমতায় আসতে চাইছে, আর তা নিয়েই পুরানোদের সঙ্গে বিবাদ। তৃণমূলের দাবী, বিজেপি মানুষের জন্য ভাবার সময় পায় না, নিজেদের কোন্দল নিয়েই ব্যস্ত তারা।
যদিও বিজেপির জেলা নেতৃত্ব গোটা ঘটনাকে স্থানীয় বিবাদ বলে দাবী করেছেন। তাঁদের মতে, বিজেপি নন্দীগ্রামে এখন শক্ত জমিতে রয়েছে। গত বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে শুভেন্দু অধিকারীর জয় তারই প্রমাণ দেয়। এখন তৃণমূল নিজেদের জমি হারিয়ে বিজেপির বিরুদ্ধে কুৎসা করতেই ব্যস্ত। গোটা পরিস্থিতির দিকে জেলা নেতৃত্ব নজর রেখেছে বলে দাবী বিজেপি নেতাদের।
নন্দীগ্রাম থানার পুলিশের তরফে দাবী, মারধর-হামলার ঘটনার অভিযোগ পেয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে৷ পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় পুলিশী টহল চলছে৷ তবে এই ঘটনায় রাজনীতির কোনও যোগ আছে কিনা তা জানা নেই বলেই পুলিশের মত।