পূর্ব মেদিনীপুর : গ্রেফতারি এড়াতে বেশ কিছুদিন ধরেই গা ঢাকা দিয়ে রয়েছেন হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদক। তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। পুলিশের দাবী, শ্যামল এখন দিল্লীতে গা ঢাকা দিয়ে রয়েছেন।
তারই মাঝে এই মামলার বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন শ্যামল। আইনজীবী সূত্রের খবর, হাইকোর্টের অবসরকালীন বেঞ্চে ‘রিট পিটিশন’ করে আবেদন করছেন তিনি। যাতে আর্জি জানানো হয়েছে যে, শ্যামলের বিরুদ্ধে দায়ের করা এফআইআর বাতিল করতে হবে, বা ওই মামলা সিবিআই-কে দিয়ে তদন্ত করাতে হবে।
উল্লেখ্য, শ্যামলের বিরুদ্ধে হলদিয়ার এক ব্যবসায়ী অরুণাংশু মুখোপাধ্যায় গত ২৯ সেপ্টেম্বর নথি জালিয়াতির অভিযোগ করেছেন ভবানীপুর থানায়। ওই মামলাতে ‘সিট’ গঠন করে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। শ্যামল ফেরার হয়ে যায়। তারপর থেকে শ্যামলের কোনও খোঁজ পায়নি পুলিশ।
ইতিমধ্যে এমনই এক দুর্নীতির মামলায় পুলিশ হেফাজতে রয়েছেন শ্যামলের আর এক ঘনিষ্ঠ হলদিয়া পুরসভার ১নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার সত্যব্রত দাস। গত ১৯ অক্টোবর তাঁকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরের দিন সত্যব্রতকে গ্রেফতার করে সুতাহাটা থানার পুলিশ। থানায় এনে সত্যব্রত’র ওপরে পুলিশের মারধরের অভিযোগে ইতিমধ্যেই সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।