তমলুক : জেলায় জমে রয়েছে একাধিক কেস। দীর্ঘদিন কেস পড়ে থাকায় মানুষজন যেমন বিড়াম্বনায় পড়ছে তেমনি সরকারি কোষাগারেও আসছে না অর্থ। তাই এবার জেলায় মোবাইল লোক আদালত চালু করে কম খরচে কেসের সমাধান করার জন্য জেলায় তমলুক, হলদিয়া ও কাঁথি মিলে মোট পাঁচটি মোবাইল লোক আদালত চালু করা হচ্ছে।
যার মধ্যে তমলুকের দুটি, হলদিয়ায় দুটি এবং কাঁথিতে একটি চালু করা হবে। শনিবার তমলুকের হাসপাতাল মোড় ও মানিকতলায় দুটি মোবাইল লোক আদালতের উদ্বোধন করা হয়। সেখানে সকাল থেকে বহু মানুষ লাইন দিয়ে তাদের দীর্ঘদিনের জমে থাকা কেস মিমাংসা করার জন্য হাজির হয়।
জেলাই আইনী পরিষেবা কর্তৃপক্ষের সচীব সমরেশ বেরা জানান, দীর্ঘদিন ধরে জমে থাকা কেসগুলির সমাধান না হওয়ায় সেগুলি জমে জমে পাহাড় হয়ে পড়েছে। ফলে মানুষজন যেমন চিন্তায় তেমনি সরকারের কোষাগারের আয় বাড়ছে না। সেই সমস্ত কথা ভেবে আদালতের নির্দেশে অনুসারে জেলায় মোবাইল লোক আদালত চালু করা হয়েছে। জেলায় মোট পাঁচটি কেন্দ্র খোলা হবে। এদিন তমলুকের দুটি মোবাইল লোক আদালত চালু করা হয়।