মহিষাদল : এক গৃহবধূর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে শ্রীঘরে গেল পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানা এলাকার এক যুবক। দিল্লিতে নিজের বিশাল গাড়ি ব্যবসা ও ফ্ল্যাটে বিলাসবহুল জীবন কাটানোর লোভ দেখিয়ে এক গৃহবধূকে ফুসলিয়ে ভীন রাজ্যে যুবক পাড়ি দেয় বলে অভিযোগ।
এরপরেই তদন্তে নেমে অভিযুক্ত যুবককে মুম্বই থেকে গ্রেপ্তার করল মহিষাদল থানার পুলিস। ধৃতের নাম আশিক খান ওরফে লাল্টু। রবিবার মুম্বই থেকে তাকে গ্রেপ্তারের পর মহিষাদল আনে পুলিস। সোমবার তাকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হয়।
পুলিস জানিয়েছে, গত ২৪ অক্টোবর ওই যুবক গৃহবধূকে নিয়ে পালিয়ে যায় বলে বধূর স্বামী মহিষাদল থানায় অভিযোগ করেন। জানা গিয়েছে, বধূর স্বামী ব্যবসায়িক কাজে ভিন রাজ্যে গিয়েছিলেন। সেই সুযোগে ছ’বছরের শিশুপুত্রকে শাশুড়ির কাছে রেখে প্রেমিকের সঙ্গে দিল্লি পালিয়ে যান মহিষাদলের গেঁওখালির ওই গৃহবধূ।
পরে পুলিস মোবাইল লোকেশন ট্র্যাক করে জানতে পারে, আশিক ও ওই গৃহবধূ প্রথমে দিল্লি এবং পরে আজমের শরিফ এলাকায় ছিল। পরে তারা মুম্বইয়ের একটি ফ্ল্যাটে ভাড়া নেয়। এরপরেই মহিষাদল থানার পুলিশের একটি দল মুম্বাই পৌঁছে যায় এবং সেখানকার পুলিশের সহযোগিতায় গোপনে অভিযান চালিয়ে যুগলকে পাকড়াও করে।