Exclusive Content:

‘মাদপুরে মগজ ধোলাই’, অভাবনীয় ভাবনায় অনুষ্ঠিত হলো রাজ্যস্তরের কুইজ !

Spread the love

খড়্গপুর : পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর-২ নং ব্লকের মাদপুর হাইস্কুল (বালক)-এ ধূমধাম করে আয়োজিত হয়ে গেল ‘মগজ ধোলাই’। মাদপুরের ‘কাঠপুল গ্রুপ’-এর উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠিত হল রাজ্যস্তরের একটি বড় মাপের কুইজ প্রতিযোগিতা।

এই প্রতিযোগিতার শিরোনাম ছিল “মাদপুরে মগজ ধোলাই”। যেখানে দক্ষিণবঙ্গের ১১ টি জেলা থেকে সব মিলিয়ে ৭০টি টিমের ১৪০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক অজিত মাইতি। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়।

এছাড়াও এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকাশক রিংকু চক্রবর্তী, কুইজমাস্টার কৃষ্ণপ্রসাদ ঘড়া, অরুনাংশু প্রধান, সৌগত কান্ডার, জিয়াউর রহমান, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, লেখক শ্যামল বেরা, কুইজ মাস্টার শুভদ্বীপ মাজী, ভয়েস আর্টিস্ট ও অভিনেতা শোভনসোম কামিল্যা কুইজ প্রেমী অঞ্জন মন্ডল, গায়ক কৌস্তভ হাইত সহ অন্যান্য বিশিষ্ট।

সুচারুভাবে গোটা কুইজ পর্বটি পরিচালনা করেন দুই  দাদাগিরি  চ্যাম্পিয়ন কুইজ মাস্টার দীপসুন্দর দিন্ডা ও কুইজ মাস্টার শান্তনু ভট্টাচার্য এবং কুইজ মাস্টার সাহেব মাইতি, পূর্ণ অধিকারী এবং অনল চক্রবর্তীকে নিয়ে গঠিত পাঁচ সদস্যের বিচারক মন্ডলী। প্রাথমিক বাছাই পর্বের পর ১০ টিম ফাইনালে ওঠে‌।

ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার পর চ্যাম্পিয়ন হন স্বরাজ মহাপাত্র ও সন্দীপ শেখর জানা জুটি। দ্বিতীয় হন অনুব্রত চক্রবর্তী ও শৌভিক মহাপাত্র জুটি এবং তৃতীয় হন অর্ণবজ্যোতি পাল ও পাশ্চাত্য মান্না জুটি। অনুষ্ঠানটির মূল উদ্যোক্তা ছিলেন শান্তনু ভট্টাচার্য এবং কাঠপুল গ্রুপের সদস্য সিন্টু দে, অমিত দাস, অনির্বাণ ব্যানার্জী, অতনু ঘোষ, সুমন পণ্ডিত, সন্তু বেরা, হারু ঠাকুর, মৃন্ময় গাঁতাইত, বিশ্বজিৎ দাস, শুভদীপ নাগ প্রমুখরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের  অনুষ্ঠানে এতো গুণী মানুষ ও দুর-দুরান্ত থেকে আসা প্রতিযোগীদের পেয়ে তাঁরা আপ্লুত।মাদপুরের বুকে  এই ধরনের বড়ো মাপের কুইজ এই প্রথমবার  হলো। পরের বছর আরো বড়ো আকারে এই অনুষ্ঠানটি করার ব্যাপারে উদ্যোকতা আশাবাদী। কুইজ ঘিরে উপস্থিত দর্শক দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। কুইজ সুষ্ঠভাবে ভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান অন্যতম মুখ্য আয়োজক শান্তনু ভট্টাচার্য।

একঝলকে আরও কিছু মুহূর্ত-

Latest

Midday Meal : মিড-ডে মিলের হাল দেখবে কেন্দ্রীয় দল, সতর্কতা সব স্কুলেই

পূর্বমেদিনীপুর.ইন : মিড-ডে মিল পরিদর্শনে রাজ্যে আসছে কেন্দ্রীয় দল।...

Stones fallen from Train : মহিষাদলে চলন্ত মালগাড়ি থেকে আচমকাই শুরু পাথর বৃষ্টি, অল্পের জন্য রক্ষা পেলেন পথচারীরা !

মহিষাদল, পূর্ব মেদিনীপুর : চলন্ত মালগাড়ি থেকে হুড়মুড়িয়ে ছড়িয়ে...

Tamluk : তমলুকে ভয়াবহ গতির বলি মহিলা, আহত ৩ !

তমলুক, পূর্ব মেদিনীপুর : শুক্রবার রাতে পূর্ব মেদিনীপুরের তমলুকের...

Newsletter

Don't miss

Midday Meal : মিড-ডে মিলের হাল দেখবে কেন্দ্রীয় দল, সতর্কতা সব স্কুলেই

পূর্বমেদিনীপুর.ইন : মিড-ডে মিল পরিদর্শনে রাজ্যে আসছে কেন্দ্রীয় দল।...

Stones fallen from Train : মহিষাদলে চলন্ত মালগাড়ি থেকে আচমকাই শুরু পাথর বৃষ্টি, অল্পের জন্য রক্ষা পেলেন পথচারীরা !

মহিষাদল, পূর্ব মেদিনীপুর : চলন্ত মালগাড়ি থেকে হুড়মুড়িয়ে ছড়িয়ে...

Tamluk : তমলুকে ভয়াবহ গতির বলি মহিলা, আহত ৩ !

তমলুক, পূর্ব মেদিনীপুর : শুক্রবার রাতে পূর্ব মেদিনীপুরের তমলুকের...

Kolaghat : কোলাঘাটে মাঝরাতে স্ত্রী’কে নৃশংস খুন করে পলাতক স্বামী !

কোলাঘাট : মাঝরাতে পারিবারিক অশান্তির জেরে স্ত্রীর মাথায় বাঁশের...

Nandigram : প্রাচীন ভারতের শিল্পকলা-সাহিত্য-সংস্কৃতি-শিক্ষা বিষয়ক জাতীয় স্তরের সেমিনার আয়োজিত হল নন্দীগ্রাম সীতানন্দ কলেজে !

নন্দীগ্রাম : স্বাধীনতার অমৃত মহোৎব উদযাপনের অঙ্গ হিসেবে সীতানন্দ কলেজে অনুষ্ঠিত হল একদিবসীয় জাতীয়স্তরের সেমিনার (Nandigram)। যেখানে আলোচনার মূল বিষয় ছিল প্রাচীন ভারতের শিল্পকলা,...

Midday Meal : মিড-ডে মিলের হাল দেখবে কেন্দ্রীয় দল, সতর্কতা সব স্কুলেই

পূর্বমেদিনীপুর.ইন : মিড-ডে মিল পরিদর্শনে রাজ্যে আসছে কেন্দ্রীয় দল। আজ, সোমবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরবে ওই দল। সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলার কিছু স্কুলে...

Stones fallen from Train : মহিষাদলে চলন্ত মালগাড়ি থেকে আচমকাই শুরু পাথর বৃষ্টি, অল্পের জন্য রক্ষা পেলেন পথচারীরা !

মহিষাদল, পূর্ব মেদিনীপুর : চলন্ত মালগাড়ি থেকে হুড়মুড়িয়ে ছড়িয়ে পড়ল বিপুল পরিমানে পাথরের টুকরো (Stones fallen from Train)। সেই মুহূর্তেই ট্রেন লাইনের নীচ থেকে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here