ময়না : একটানা দু’বছর বন্ধ থাকার পর আজ, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ময়নার ঐতিহ্যবাহী রাস উৎসব। বিকেল ৩টেয় ময়না বিডিও অফিস থেকে শোভাযাত্রা বের হবে। সেই শোভাযাত্রা রাসমঞ্চে পৌঁছনোর পর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। এবার ময়নার ঐতিহ্যবাহী রাস উৎসব ৪৬২তম বছরে পড়ল।
রাসমন্দিরে রাজ পরিবারের কুলদেবতা শ্রীশ্রী শ্যামসুন্দর জিউর পুজো হয়। ২৩ নভেম্বর পর্যন্ত রাসমেলা চলবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর থেকে কাতারে কাতারে মানুষ ময়নার রাসমেলায় ভিড় জমান। বিকেল ৪টেয় উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক সৌমেন মহাপাত্র এবং পুলিস সুপার অমরনাথ কে উদ্বোধক হিসেবে থাকবেন। এছাড়াও বিডিও, বিএমওএইচ সহ জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
দীর্ঘ কয়েক দশক ময়নার রাশ পূর্ণিমার মেলা রমরমিয়ে চললেও করোনা কালে প্রথমবার দু’বছরের জন্য তা বন্ধ হয়ে যায়। এই মেলার আকর্ষণ জলাশয়ে ভাসমান নৌকো যাত্রার পাশাপাশি এখানকার বিশালাকায় ও নানান আকারের বাতাসা বিশেষ জনপ্রিয়। বহু মানুষ নিজের মনস্কামনা পূর্ণ করতে এখানে পুজো দিতে আসেন। যার জেরে ব্যাপক ভীড় জমে মেলা প্রাঙ্গনে। এবার সেই ভীড় কয়েকগুণ বাড়বে বলেই মনে করছেন প্রশাসনিক আধিকারীকেরা।