নন্দীগ্রাম : স্বাধীনতার অমৃত মহোৎব উদযাপনের অঙ্গ হিসেবে সীতানন্দ কলেজে অনুষ্ঠিত হল একদিবসীয় জাতীয়স্তরের সেমিনার (Nandigram)। যেখানে আলোচনার মূল বিষয় ছিল প্রাচীন ভারতের শিল্পকলা, সাহিত্য-সংস্কৃতি ও শিক্ষা সম্পর্কে। বুধবার এই সেমিনার উপলক্ষ্যে রীতিমতো চাঁদের হাট দেখা গিয়েছে নন্দীগ্রামে।
সেমিনারে অংশগ্রহণ করেন দূর দূরান্তের বহু গবেষক। পরিবেশ সুরক্ষায় গাছের চারায় জল দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন অধ্যক্ষ ড. সামু মাহালি। সেমিনারে প্রাচীন ভারতের রসতত্ত্ব ও পুরাতত্ত্ব নিয়ে আলোচনা করেন প্রফেসর গোপাল চন্দ্র মিশ্র(প্রাক্তন উপাচার্য) এবং প্রফেসর রূপেন্দ্র কুমার চট্টোপাধ্যায়।
এছাড়াও ছিলেন ড. মনিদীপা দাস এবং ড. অমূল্য কুমার আচার্য প্রমুখরাও। দূর দূরান্ত থেকে চল্লিশেরও বেশি গবেষকরা তাদের গবেষণাপত্র পাঠ করেন এই সেমিনারে। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন নব কুমার দাশ, ড. ভাস্বতী মুখোপাধ্যায় এবং ড. সরিতা সিং।