পঞ্চায়েত নির্বাচনে আসন সংরক্ষণে আপত্তি জানিয়ে ৯৭টি অভিযোগ জমা পূর্ব মেদিনীপুরে !

spot_img

তমলুক : পঞ্চায়েত ভোটে আসন সংরক্ষণে আপত্তি জানিয়ে ৯৭টি অভিযোগ জমা পড়ল। বুধবার এনিয়ে অভিযোগ জানানোর শেষ দিন ছিল। বিকেল ৫টা পর্যন্ত মোট ১৭টি অভিযোগ এসেছে বলে জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন অফিসার দেবদুলাল বিশ্বাস জানিয়েছেন। আগামী ৭ থেকে ১৬ নভেম্বর অভিযোগ জানানো প্রত্যেককে জেলাশাসকের অফিসে ডাকা হবে। সেখানেই এনিয়ে শুনানি হবে। তারপর আসন সংরক্ষণের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে।

পূর্ব মেদিনীপুরে গ্রাম পঞ্চায়েতে মোট ৪২৯০টি আসনের মধ্যে এসসি ৬০৮টি, এসসি মহিলারা ২৮৬টি, এসটি ১৪টি, এসটি মহিলা আটটি, ওবিসি ৬৬৫টি, ওবিসি মহিলারা ৩০২টি আসনে লড়াই করতে পারবেন। সাধারণ শ্রেণির মহিলাদের জন্য সংরক্ষিত ১৪৯০টি আসন। জেনারেল আসন সংখ্যা ১৫১৩টি। পঞ্চায়েত সমিতিতে ৬৬৫টি আসনের মধ্যে এসসি ৯৩টি, এসসি মহিলারা ৪৮টি, এসটি দু’টি, এসটি মহিলা একটি, ওবিসি ১০৮টি, ওবিসি মহিলারা মহিলা মেদিনীপুর সাধারণ প্রার্থীরা ২২৯টি আসনে পারবেন।

পরিষদে মোট আসন সংখ্যা ৭০টি। তারমধ্যে এসসি ১০টি, এসসি মহিলারা পাঁচটি, ওবিসি ১২টি, ওবিসি মহিলারা ছ’টি, সাধারণ মহিলা প্রার্থীরা ২৪টি এবং সাধারণ প্রার্থীরা ২৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন অফিসার বলেন, ৯৭টি আসন ছিল। সেটা বেড়ে ৭০টি আসন হয়েছে।

গত ১৯ অক্টোবর গোটা রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আসন সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশিত হয়। পূর্ব মেদিনীপুর জেলায় মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ২২৩৷ ২০১৮ সালে ২২৩টি গ্রাম পঞ্চায়েতে মোট আসন ছিল ৩৩৭৮টি। এবার এক লাফে গ্রাম পঞ্চায়েতে ৯১২টি আসন বেড়েছে। ২০২৩ সালে জেলায় ৪২৯০টি গ্রাম পঞ্চায়েত আসনে ভোট হবে।

প্রতি ৯০০ ভোটারের জন্য গ্রাম পঞ্চায়েতে একটি করে আসন হয়। ৯০০-র বেশি ভোটার হলে আসন বেড়ে দুটি হয়। একটি গ্রাম পঞ্চায়েতে সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বাধিক ৩০টি আসন হতে পারে। গতবারে পঞ্চায়েত সমিতিতে মোট আসন ছিল ৬৬১টি। এবার বেড়ে হয়েছে ৬৬৫টি। এছাড়াও জেলা পরিষদে ৬০টি আপত্তিপত্র জমা পড়েছে। আমরা সবকটি নিয়ে শুনানি করব। যাঁরা লিখিতভাবে আপত্তি জমা করেছেন তাঁদের মতামত নেওয়া হবে। তারপর ফাইনাল তালিকা প্রকাশিত হবে।

spot_img

Related Articles

Schools in East Cluster – Contai II Block – Purba Medinipur

0
Schools in Contai II Block East Cluster পূর্ব মেদিনীপুরের কন্টাই ২ ব্লকের অন্তর্গত ইস্ট ক্লাস্টারের মধ্যে...

Purba Medinipur : শনিতে শেষ হল ডেট লাইন, রবি’র সকাল থেকেই কি পূর্ব মেদিনীপুরে বলবৎ হচ্ছে টোটো চলাচলে নিষেধাজ্ঞা ?

0
তমলুক : পূর্ব মেদিনীপুর জেলা প্রসাসনের তরফে আগেই দেওয়া হয়েছিল ডেটলাইন। হাইকোর্টের নির্দেশ কার্যকর করতে...

Dibyendu Adhikary : বাড়ি ফেরার পথে কাঁথির কাছে বড়সড় দুর্ঘটনার কবলে সাংসদ দিব্যেন্দু অধিকারীর গাড়ি, অল্পের জন্য প্রাণে রক্ষা !

0
কাঁথি : নিজের সংসদ এলাকা থেকে কাঁথিতে বাড়ি ফেরার পথে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল তমলুকের...

Bajkul Milani Mahavidyalaya – Purba Medinipur বাজকুল মিলনী মহাবিদ্যালয় – পূর্ব মেদিনীপুর

0
College List - Purba Medinipur : Bajkul Milani Mahavidyalaya : বাজকুল মিলনী মহাবিদ্যালয় বাজকুল মিলনী মহাবিদ্যালয়...

List of Colleges – Purba Medinipur : কলেজের তালিকা – পূর্ব মেদিনীপুর

0
List of Colleges – Purba Medinipur : কলেজের তালিকা - পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত...

List of Schools – Contai II Block – Purba Medinipur – West Bengal

0
Contai II Block School List, Purba Medinipur, West Bengal কন্টাই ২ ব্লকের অন্তর্গত সরকারী ভাবে ২টি...

Latest Posts

spot_img

Don't Miss