spot_imgspot_img

Panskura : সরকারী হাসপাতালে ধর্ষণ কান্ডের প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ অবরোধ, উত্তাল পাঁশকুড়া !

পূর্বমেদিনীপুর.ইন : দফায় দফায় অবরোধ বিক্ষোভে উত্তাল হল পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকা। সরকারী হাসপাতালের ভেতর মহিলা কর্মীকে ধর্ষণের প্রতিবাদে বৃহস্পতিবার (Panskura) সকাল থেকে ১২ ঘন্টার বনধের ডাক দেয় এসইউসিআই।

বনধ সফল করতে এদিন সকাল ৬টা থেকেই পথে নেমে স্টেসন বাজার, পুরাতন বাজার সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় পিকেটিং করে বিক্ষোভ দেখান। এই বিক্ষোভের জেরে দফায় দফায় স্তব্ধ হয়ে যায় যান চলাচল ব্যবস্থা। পরে পাঁশকুড়া থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

এদিন বিক্ষোভকারীরা সকাল সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত পাঁশকুড়া স্টেশন বাজার কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে সম্মুখস্থ স্থানে রাস্তা অবরোধ করে দেয়। পরে ১০-৩০ টা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কের পীতপুরে বনধ্ সমর্থককারীরা পথ অবরোধ করে। দলের ছাত্র সংগঠন এআইডিএসও’র কর্মীরা পাঁশকুড়া বনমালী কলেজের গেটেও বিক্ষোভে সামিল হয়। দলের কর্মী-সমর্থকরা পিতপুর হাসপাতাল গেটেও বিক্ষোভ প্রদর্শন করে।

 এসইউসিআইয়ের তরফে দাবী, আজকের বনধে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। বেশ কিছু দোকান বন্ধ ছিল বলেই দলের তরফে দাবী জানানো হয়েছে। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক প্রনব মাইতি ও সম্পাদক মন্ডলীর সদস্য নারায়ণ চন্দ্র নায়ক সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। প্রমুখ।

প্রণব মাইতি জানান, আজকের বনধ্ কর্মসূচি সফল করার জন্য পাঁশকুড়া ব্লকবাসীকে অভিনন্দন জানাচ্ছি। নারায়ণ চন্দ্র নায়ক জানান, আমাদের দাবীগুলি পূরণে প্রশাসন কার্যকরী উদ্যোগ অবিলম্বে গ্রহণ না করলে দল আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নিতে বাধ্য হবে।

প্রসঙ্গতঃ গত রবিবার বেলার দিকে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের স্টোর রুমের ভেতর ধর্ষিতা হয়েছিলেন ওই হাসপাতালেরই মহিলা কর্মী। এই ঘটনায় অভিযুক্ত বেসরকারী সংস্থার ফেসিলিটি ম্যানেজারকে ইতিমধ্যে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। তবে আরজিকরে পর হাসপাতালের সুরক্ষার নগ্ন চিত্র আরও একবার প্রকাশ্যে এল বলে দাবী এলাকাবাসীর। তারই প্রতিবাদে এদিন বনধের ডাক দিয়েছে এসইউসিআই।

পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে আপনার এলাকার যে কোনও ঘটনা / সমস্যার বিষয়ে আমাদের খবর পাঠান ৯৭৩৪৪৯১১৫৫ হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা newsdesk@purbamedinipur.in ইমেলে। আপনার নাম, ঠিকানা সহ সেই সংবাদ গুরুত্ব সহকারে প্রকাশ করব আমরা।

নিয়মিত খবরে থাকতে আমাদের সোশ্যাল সাইটে যুক্ত হয়ে যান

spot_imgspot_img

এক ক্লিকে পূর্ব মেদিনীপুর

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Latest Posts

spot_img

Don't Miss