পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর : দিন কয়েক আগেই পাঁশকুড়া থানা এলাকায় অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ২ জনের মর্মান্তিক মৃত্যু হয়। তারপরেই নড়েচড়ে বসে পাঁশকুড়া থানার পুলিশ। গোটা এলাকাজুড়ে নিষিদ্ধ বাজি কারখানার বিরুদ্ধে অভিযানে নেমে প্রায় ২০ লক্ষ টাকা মূল্যের বাজি ও বাজি তৈরির মশলা বাজেয়াপ্ত হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পাঁশকুড়া থানার আই সি আশিস মজুমদার জানান, গত কয়েকদিন ধরে একাধিক এলাকায় অভিযানে নেমে প্রায় ২ হাজার কেজি নিষিদ্ধ বাজি ও বাজি তৈরির মশলা বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। এখনও পর্যন্ত নিষিদ্ধ বাজি কারখানার কাজে যুক্ত ৩ জনকে পুলিশ গ্রেফতার করেছে।
প্রসঙ্গতঃ গত ১১ অক্টোবর পাঁশকুড়ার পূর্ব চিলকা গ্রামে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে এক স্কুল ছাত্র ও এক মহিলার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। তারপর থেকেই পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রীয়তার অভিযোগে সরব হন এলাকাবাসীরা। গ্রামবাসীদের দাবী, পাঁশকুড়া থানার বিস্তীর্ণ এলাকাজুড়ে বছরের পর বছর নিষিদ্ধ শব্দবাজির কারবার চলে জোর কদমে।
এর আগেও বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে একাধিক মানুষের প্রাণ গিয়েছে। তারপরেও কিভাবে বাজি তৈরির কাজ চালিয়ে যাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী সেই প্রশ্নই ঘুরছে এলাকাবাসীর মুখে। এরপরেই বাড়ে পুলিশের তৎপরতা। ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর জেলা জুড়েই একাধিক থানা এলাকাতেও একই ভাবে তল্লাশি অভিযানে বিপুল পরিমানে বাজি উদ্ধার হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে।