spot_imgspot_img

Purba Medinipur : দিঘা নন্দকুমার জাতীয় সড়কে বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক সহ নয়নজুলিতে ছিটকে পড়ল ট্রাক, চাপা পড়ে ২ আরোহীর মৃত্যুর আশংকা !

হেঁড়িয়া : বৃষ্টি ভেজা রাস্তায় বড়সড় দুর্ঘটনা ঘটল দিঘা নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের হেঁড়িয়ার কৃষ্ণনগর এলাকায়। সোমবার সন্ধ্যে নাগাদ কাঁথিগামী একটি ট্রাক আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে আসা একটি মোটর বাইককে ধাক্কা (Purba Medinipur) মেরে রাস্তার পাশের নয়নজুলিতে পাল্টি খায়।

এই ঘটনায় মোটর বাইকে সওয়ার দুই আরোহী ট্রাকের তলায় চাপা পড়েছে বলে দাবী স্থানীয়দের। এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে পুলিশ এসে ঘাতক ট্রাকটিকে সরিয়ে বাইক আরোহীদের উদ্ধারে হাত লাগিয়েছে।

স্থানীয় বাসিন্দা সেক আনসার জানিয়েছেন, “সন্ধ্যে প্রায় ৭টা থেকে সাড়ে ৭টা নাগাদ একটি ট্রাক প্রচন্ড গতিতে ছুটে যাওয়ার সময় বৃষ্টি ভেজা রাস্তায় আচকমা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেই সময় নন্দকুমারের দিকে যাওয়া একটি মোটর বাইককে ধাক্কা মেরে সটান নয়নজুলিতে পাল্টি খেয়ে যায়।

এর জেরে ট্রাকের তলায় বাইকের দুই সওয়ার চাপা পড়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে একজনের দেহ দেখতে পাওয়া যাচ্ছে। আর এক জন গাড়ির তলায় আছেন নাকি ছিটকে গিয়েছেন তা কেউ বুঝে উঠতে পারছি না”। তিনি জানান, “দুই বাইক আরোহী স্থানীয় ভুপতিনগর থানা এলাকার মাধাখালি বা আশেপাশের এলাকার বাসিন্দা বলে প্রত্যক্ষদর্শীদের অনেকেই জানিয়েছেন”।

হেঁড়িয়া পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, নয়নজুলিতে উল্টে পড়া ট্রাকের তলায় একজন বাইক আরোহী চাপা পড়ে রয়েছে দেখা যাচ্ছে। তার পরিচয় এখনও জানা যায়নি। তবে বৃষ্টির মধ্যেই দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে উদ্ধারের চেষ্টা চলছে। উল্টেপড়া ট্রাকটিকে না তোলা পর্যন্ত তার নীচে কতজন চাপা পড়ে রয়েছে তা স্পষ্ট করে জানা জাচ্ছে না।

পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে আপনার এলাকার যে কোনও ঘটনা / সমস্যার বিষয়ে আমাদের খবর পাঠান ৯৭৩৪৪৯১১৫৫ হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা newsdesk@purbamedinipur.in ইমেলে। আপনার নাম, ঠিকানা সহ সেই সংবাদ গুরুত্ব সহকারে প্রকাশ করব আমরা।

নিয়মিত খবরে থাকতে আমাদের সোশ্যাল সাইটে যুক্ত হয়ে যান

spot_imgspot_img

এক ক্লিকে পূর্ব মেদিনীপুর

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Latest Posts

spot_img

Don't Miss