PurbaMedinipur.in : কাঁথির বর্ষীয়ান কংগ্রেস নেতা লঙ্কেশ্বর বারিক প্রয়াত হয়েছেন। বৃহস্পতিবার রাত্রি প্রায় সাড়ে ৯টা নাগাদ তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়েস হয়েছিল ৭৭ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে (Purba Medinipur) ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার পরিজন থেকে শুরু করে শুভানুধ্যায়ীরাও। লঙ্কেশ্বরের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন কংগ্রেসের পূর্ব মেদিনীপুর জেলা নেতৃত্বরাও।
কংগ্রেস সূত্রে খবর, লঙ্কেশ্বর বারিক কংগ্রেসের একনিষ্ঠ কর্মী ছিলেন। একটা সময় কাঁথি ৩নং ব্লক কংগ্রেসের সভাপতির দায়িত্বও সামলেছেন তিনি। এহেন লঙ্কেশ্বরের প্রয়ানে কংগ্রেস দলের অপূরণীয় ক্ষতি হল বলে দলের তরফে জানানো হয়েছে।
কংগ্রেসের পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি মানস কর মহাপাত্র জানান, “আমরা একজন নিষ্ঠাবান, কর্তব্য পরায়ণ কংগ্রেস নেতৃত্বকে হারালাম। এই ক্ষতি অপূরণীয়”। তিনি জানান, “উনার প্রয়াণে আমরা শোকস্তব্ধ। উনার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি। উনার পরিবার আত্মীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহীদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করছি”। লঙ্কেশ্বরের পরিবারে বর্তমানে তাঁর স্ত্রী, চার মেয়ে ও জামাই, নাতি ও নাতনীরা রয়েছেন বলে জানা গেছে।