তমলুক : মহা সমারোহে দুর্গাপুজোর কার্নিভ্যাল আয়োজিত হচ্ছে পূর্ব মেদিনীপুরে। যেখানে অংশ নিচ্ছে জেলার বিভিন্ন প্রান্তের পুজো কমিটির প্রতিমা। তমলুকের পুরানো জেলা শাসক ভবনের সামনের রাস্তায় হলদিয়া মেছেদা রাজ্য সড়কের ওপর এই কার্নিভ্যাল আয়োজিত হচ্ছে। আজ বিকেল ৫টা থেকে কার্নিভ্যালের সূচনা হচ্ছে বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
কার্নিভ্যাল উপলক্ষ্যে ইতিমধ্যেই সেজে উঠেছে সড়ক পথ। দুর্দান্ত আলপনায় অভাবনীয় সুন্দর রূপে সেজে উঠেছে চেনা সড়কপথটি। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কার্নিভ্যালে লক্ষাধিক মানুষের উপস্থিতি হতে চলেছে বলে প্রশাসন সূত্রে দাবী। তাই নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যাপক পরিমাণে পুলিশ মোতায়েন থাকছে বলে জেলা পুলিশ সূত্রে খবর।
সাধারণ মানুষের পাশাপাশি জেলার একাধিক নেতা মন্ত্রী আজকের এই কার্নিভ্যালে উপস্থিতি থাকছেন। জেলার বিভিন্ন প্রান্তের প্রায় ২০টিরও বেশী প্রতিমা এই কার্নিভ্যালে থাকছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। যাকে ঘিরে ব্যাপক উদ্দীপনা তমলুক শহর জুড়ে।