এগরা, পূর্ব মেদিনীপুর : বৃহস্পতিবার সকাল নাগাদ পূর্ব মেদিনীপুরের এগরা থানা এলাকায় পুকুর থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। মৃত যুবকের নাম কৃষ্ণপদ দাস। খবর পেয়ে মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তে (Purba Medinipur) পাঠিয়েছে এগরা থানার পুলিশ। কিভাবে ওই যুবকের মৃত্যু তা ময়না তদন্তের পরেই জানা যাবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এদিন সাত সকালে স্থানীয় এক ব্যক্তি এগরার দুবদা অঞ্চলের খাদগা গ্রামের ঝিলে মাছ ধরতে যায়। সেখানেই ওই যুবকের মৃতদেহ জলে ভাসতে দেখে। তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। প্রথমে মৃতের পরিচয় নিয়ে সমস্যা হলেওপরে তাঁকে চিনতে পারেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা পুলক বেরা জানান, “আজ সকালে ঝিলে যুবকের মৃতদেহ পড়ে থাকার কথা শুনে আমরা ছুটে যাই। পরে জানতে পারি ওই যুবক এলাকারই বাসিন্দা। পরে পুলিশকে জানানো হলে এগরা থানার পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে নিয়ে যায়”। স্থানীয়দের দাবী, ওই যুবক মদ্যপ অবস্থায় ঘোরাফেরা করত। তবে এই মৃত্যুর ঘটনার পেছনে ঠিক কি কারন তা স্পষ্ট নয়।