spot_imgspot_img

Purba Medinipur : আন্তঃ বিদ্যালয় নাট্য উৎসবে একাধিক বিভাগে সেরার শিরোপা পেল মহিষাদল প্রণবানন্দ প্রাথমিক বিদ্যামন্দির, অংশ নিয়েছিল ২২টি স্কুল !

পূর্ব মেদিনীপুর.ইন : মহিষাদলে সাড়ম্বরে আয়োজিত হয়ে গেল চুনীলাল দাস আন্তঃ বিদ্যালয় নাটক প্রতিযোগিতা। মহিষাদল নাট্যোৎসব ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার প্রায় ২২টি প্রাথমি থেকে উচ্চ বিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশ নেয়। যেখানে (Purba Medinipur) একাধিক বিভাগে সেরার শিরোপা জিতে নজির গড়ল মহিষাদলের প্রণবানন্দ প্রাথমিক বিদ্যামন্দির। এই প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্যান্য স্কুলগুলির পরিবেশনাও ব্যাপক সাড়া জাগিয়েছে বলে আয়োজনকারী সংস্থার তরফে জানানো হয়েছে।

তিনদিন ব্যাপি চলেছিল এই প্রতিযোগিতা। যেখানে শ্রেষ্ঠ প্রযোজনা পুরষ্কার পেয়েছে প্রণবানন্দ প্রাথমিক বিদ্যামন্দির আয়োজিত চারাগাছ নাটকটি। চারাগাছ নাটকের সুবাদে শ্রেষ্ঠ পরিচালকের পুরষ্কার জিতেছেন সুপর্ণা পাত্র। এছাড়াও শ্রেষ্ঠ চরিত্রাভিনেতা বিভাগে চারাগাছ নাটকের দুই কুশীলব আরাধ্যা সেনাপতি ও সুস্মিতা দাস যুগ্ম প্রথম হয়েছে এবং দ্বিতীয় স্থান পেয়েছে চারাগাছেরই অভিনেত্রী সিমরণ খাতুন।

প্রণবানন্দ প্রাথমিক বিদ্যামন্দিরের প্রধান শিক্ষিকা মমতা মাইতি জানান, “ছাত্রছাত্রীদের মধ্যে প্রকৃতি ও সমাজের প্রতি দায়বদ্ধতার পাঠ পড়াতে আমরা চারাগাছ নাটকটিকে মঞ্চস্থ করার জন্য বেছে নিয়েছিলাম। নাটকের বিষয়বস্তুর ভাবনা ও উপস্থাপনা সহ সমস্ত বিষয়ে স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবকদের পাশাপাশি  নাটকের সঙ্গে জড়িত সকলেই অক্লান্ত পরিশ্রম করেছেন”।তিনি জানান, “আমরা বাচ্চাদের নিয়ে বছরভর নানান সৃজনশীল কাজ করে থাকি।  তারই সুফল এই পুরষ্কার প্রাপ্তি”।

এক ঝলকে দেখে নিন নাট্য উৎসবের বিভিন্ন বিভাগে অংশ নেওয়া স্কুলগুলির উপস্থাপনা ও পুরষ্কার প্রাপকের তালিকা –

পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে আপনার এলাকার যে কোনও ঘটনা / সমস্যার বিষয়ে আমাদের খবর পাঠান ৯৭৩৪৪৯১১৫৫ হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা newsdesk@purbamedinipur.in ইমেলে। আপনার নাম, ঠিকানা সহ সেই সংবাদ গুরুত্ব সহকারে প্রকাশ করব আমরা।

নিয়মিত খবরে থাকতে আমাদের সোশ্যাল সাইটে যুক্ত হয়ে যান

spot_imgspot_img

এক ক্লিকে পূর্ব মেদিনীপুর

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Latest Posts

spot_img

Don't Miss