মহিষাদল, পূর্ব মেদিনীপুর : চলন্ত মালগাড়ি থেকে হুড়মুড়িয়ে ছড়িয়ে পড়ল বিপুল পরিমানে পাথরের টুকরো (Stones fallen from Train)। সেই মুহূর্তেই ট্রেন লাইনের নীচ থেকে প্রচুর পরিমানে গাড়ি, মোটর বাইক ও পথচারি যাতায়াত করছিল। ঘটনাটি নজরে আসতেই স্টেশনের কাছে কর্মরত দুই রেলওয়ে শ্রমিক দ্রুত রাস্তায় নেমে যান চলাচল বন্ধ করে দেয়। গতি কমে যায় মালগাড়িরও।
সোমবার দুপুর দেড়টা নাগাদ পূর্ব মেদিনীপুরের মহিষাদলের সতীষ সামন্ত হল্ট স্টেশনের কাছে এমনই চাঞ্চল্যকর ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গেল এলাকায়। তবে ভাগ্যের জোরে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলেই প্রাথমিক ভাবে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এদিন হলদিয়ার দিকে যাওয়া একটি মালগাড়ি থেকে আচমকাই বিপুল পরিমানে পাথর রাস্তার ওপর ছড়িয়ে পড়তে শুরু করে। মহিষাদলে সতীষ সামন্ত হল্ট স্টেশন সংলগ্ন এলাকায় রেল লাইনের নীচ থেকেই গিয়েছে গুরুত্বপূর্ণ গেওখালি মহিষাদল রাজ্য সড়ক। পাশেই রয়েছে গাজীপুর গামী গ্রামীণ সড়ক। ঘটনার সময় প্রতিদিনের মতোই টোটো, বাইক, সাইকেল আরোহী এবং পথচারী এই রাস্তা দিয়ে পার হচ্ছিল।
দেখুন ভিডিওটি-
হুড়মুড়িয়ে পাথর ছড়িয়ে পড়তে দেখেই আতংকিত পথচারীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ঘটনা দেখতে পেয়েই স্টেশের আশেপাশে কর্মরত দুই রেলওয়ে শ্রমিক বাস রাস্তায় নেমে এসে পথচারী ও গাড়িগুলিকে থামিয়ে দেয়। এরজেরে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পান সকলেই। পরে পাথর সরিয়ে রাস্তার যান চলাচল স্বাভাবিক করে দেন রেলওয়ে কর্মীরাই।
কেন এমন ঘটনা জানতে চাওয়া হলে ওই রেলকর্মীদের দাবী, মালগাড়ি থেকে এভাবে মাঝে মধ্যেই রাস্তায় পাথর পড়ে। তাই মালগাড়ি ওপর থেকে যাওয়ার সময় পথচারীরা যেন বাস রাস্তায় যাতায়াত বন্ধ রাখেন এমনটাই পরামর্শ কর্মরত রেলকর্মীদের। যদিও স্থানীয় বাসিন্দাদের দাবী, এভাবে চলন্ত ট্রেন থেকে পাথর ছড়িয়ে পড়ার ঘটনা অত্যন্ত বিপজ্জনক। এর জেরে ওই রাস্তায় যাতায়াতকারী যে কোনও পথচারীর প্রাণসংশয় হতে পারত।