spot_imgspot_img

Tamluk Fire : তমলুকে বর্গভীমা মন্দির সংলগ্ন বহুতলে ভয়াবহ আগুন, দমকলের তৎপরতায় এড়ানো গেল বড়সড় বিপদ !

পূর্বমেদিনীপুর.ইন :  শনিবার ভর দুপুরে আচমকাই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুরের জেলা সদর তাম্রলিপ্ত পুরসভার বর্গভীমা মন্দির সংলগ্ন এলাকায়। শর্টসার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক (Tamluk Fire) ভাবে অনুমান। নিমেষেই ভয়াবহ আকার নেয় আগুনের শিখা। সেই সময় ৫ তলা বিল্ডিংয়ের ওপর আবাসিকরা ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আগেই দমকল ও পুলিশের তৎপরতায় তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। তবে এই ঘটনা রাতের দিকে হলে অনেক বড়সড় ক্ষয়ক্ষতি হওয়ার আশংকা ছিল বলে দমকল সূত্রে জানানো হয়েছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, এদিন দুপুর নাগাদ আচমকাই বিল্ডিংটিতে আগুন দেখতে পান স্থানীয়রা। প্রচন্ড গরমে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। এখানেই পাশাপাশি রয়েছে হোটেল ও মিষ্টির দোকান। স্থানীয়রা তাঁদের কাছে থাকা অগ্নি নির্বাপক ব্যবস্থা ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করে। সেই সঙ্গে ওই বিল্ডিংয়ে থাকা আবাসিকদেরও দ্রুত নীচে নামিয়ে আনেন স্থানীয়রা। এই সময়ই স্থানীয়রা দ্রুত পুলিশ ও দমকলে খবর পাঠান।

তমলুক শহরের ঘিঞ্জি রাস্তা পেরিয়ে দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। খবর পেয়ে তমলুক থানার পুলিশও অত্যন্ত দ্রুততার সঙ্গে আগুন নিভিয়ে ফেলা হয়। তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ন রায় জানান, “আগুন লাগার খবর পেয়ে দ্রুত সবাই ঘটনাস্থলে ছুটে এসেছি। দমকল ও পুলিশের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে”। প্রাথমিক ভাবে বিদ্যুতের তারে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকান্ডের ঘটনা বলে জানিয়েছেন তমলুক ফায়ার স্টেশনের সাব অফিসার প্রতাপ সরকার জানান, “বিদ্যুতের তারে প্রথম আগুন ধরেছে বলে অনুমান করা হচ্ছে। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড়সড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে”।

কি ঘটেছিল দেখুন ভিডিওটি –

পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে আপনার এলাকার যে কোনও ঘটনা / সমস্যার বিষয়ে আমাদের খবর পাঠান ৯৭৩৪৪৯১১৫৫ হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা newsdesk@purbamedinipur.in ইমেলে। আপনার নাম, ঠিকানা সহ সেই সংবাদ গুরুত্ব সহকারে প্রকাশ করব আমরা।

নিয়মিত খবরে থাকতে আমাদের সোশ্যাল সাইটে যুক্ত হয়ে যান

spot_imgspot_img

এক ক্লিকে পূর্ব মেদিনীপুর

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Latest Posts

spot_img

Don't Miss