তমলুক, পূর্ব মেদিনীপুর : শুক্রবার রাতে পূর্ব মেদিনীপুরের তমলুকের (Tamluk) বুড়ারির কাছে হলদিয়া মেচেদা রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা। সেই সঙ্গে আহত হয়েছেন আরও কয়েকজন ব্যক্তি। মৃত মহিলার নাম অপর্ণা পাত্র (২১) ওরফে জুলি। তাঁর বাড়ি তমলুক শহরের হাসপাতাল মোড় এলাকায় বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে অপর্ণা বন্ধুর বাইকে চড়ে মেচগ্রাম থেকে তমলুকের দিকে ফিরছিল। বুড়ারির কাছে তমলুকের দিক থেকে যাওয়া একটি প্রাইভেট গাড়ি প্রচন্ড গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারে। ওই বেপরোয়া গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে মোটর বাইক ও একটি সাইকেল।
সেই সময় মোটর বাইকে থাকা অপর্ণা ও তাঁর সঙ্গী গুরুতর জখম হন। আহত হন সাইকেল আরোহীও। তবে গাড়ির চালককে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে গাড়ি থেকে বের করে আনে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তমলুক থানার পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে অপর্ণাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
বাইক চালক বিজয় সাহা জানান, “জুলিকে বাইকে চাপিয়ে মেচগ্ফেরাম থেকে রার সময় আচমকাই একটি সাইকেল রাস্তার ওপরে চলে আসে। তাকে পাশ কাটাতে গিয়ে প্রচন্ড গতিতে তমলুকের দিক থেকে আসা গাড়িটি মোটর বাইকে ধাক্কা মারে”। বিজয় জানিয়েছে, “কিছু বুঝে ওঠার আগেই ধাক্কা খেয়ে ছিটকে পড়ি। মাথায় ব্যাপক চোট লাগায় এরপর কিছুই জানতে পারিনি। বেশ কিছু সময় পরে সজ্ঞা ফিরলে দেখি রাস্তার পাশে পড়ে রয়েছি। পরে জানলাম আমার বন্ধু জুলি আর নেই। কিভাবে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না”।