পূর্বমেদিনীপুর.ইন : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি৷ মানিক ভট্টাচার্য গ্রেফতারের পরেই এই মামলায় সামনে এসেছে তাঁর নাম। মানিক-ঘনিষ্ঠ সেই তাপস মণ্ডল আচমকাই কয়েক ঘণ্টার জন্য ঘুরে গেলেন পূর্ব মেদিনীপুরের গ্রামের বাড়ি থেকে। বুধবার পাঁশকুড়ার হরেকৃষ্ণপুরের বাড়িতে আসেন তাপস। তাঁর টিচার্স ট্রেনিং কলেজ ‘মিনার্ভা’তেও তিনি যান বলে স্থানীয় সূত্রের দাবি। তবে সন্ধে হতেই এলাকা ছাড়েন তাপস।
তাপসের এই ঝটিকা সফর ঘিরে পাঁশকুড়ার মাইশোরা এলাকায় শুরু হয়েছে জোর গুঞ্জন। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির নজরে রয়েছেন তাপস ও তাঁর টিচার্স ট্রেনিং কলেজ। গত ২০ অক্টোবর তাপসকে ম্যারাথন জিজ্ঞাসাবাস করেছে ইডি। এই আবহেই বুধবার দুপুরে পাঁশকুড়ার মাইশোরা এলাকার হরেকৃষ্ণপুর গ্রামের বাড়িতে আসেন তাপস।
জানা যাচ্ছে, বাড়ির কিছুটা দূরে সাদা গাড়িটা রেখেছিলেন তিনি। সেখান থেকে হেঁটেই বাড়িতে পৌঁছন। তাপস একাই এসেছিলেন। গ্রামের বাড়িতে মা ও ভাই বিভাস মণ্ডলের পরিবারের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান তিনি। তারপর যান পাতন্দা গ্রামে তাঁর টিচার্স ট্রেনিং কলেজে। তাপসের কলেজের পাশেই রয়েছে তাঁর ভ্রাতৃবধূ, বিভাসের স্ত্রী পারমিতা মণ্ডলের কলেজ ‘রাসবিহারী
কলেজ অব এডুকেশন’। বিভাসই এটির দেখাশোনা করেন। সন্ধে নাগাদ কলেজ থেকে বেরিয়ে তাপস হরেকৃষ্ণপুরেই বিভাসের নির্মীয়মাণ বাড়ি ঘুরে দেখেন। তারপর সন্ধে ৭ টা নাগাদ এলাকা ছাড়েন তাপস।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এর আগে তাপস যখন গ্রামের বাড়িতে আসতেন, তখন কিছুদিন থেকে যেতেন। এলাকায় পরিচিতদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করতেন। কিন্তু এ বার কার্যত চুপিসাড়েই এসেছিলেন তিনি। কিন্তু কেন? তা নিয়েই এলাকায় শুরু হয়েছে নানা গুঞ্জন।
তাপস যে এসেছিলেন সে কথা মানছেন তাঁর ভাই বিভাস। তিনি বলেন, “দাদা বিশেষ কারণে বাড়িতে এসেছিলেন। কিছুক্ষণ থেকে উনি পশ্চিম মেদিনীপুরে চলে যান।“ তবে কী সেই বিশেষ কারণ, তা খোলসা করেননি তাপসের ভাই।