ভগবানপুর : প্রচন্ড গতিতে ছুটে চলা মোটর বাইক আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারল ইটের দেওয়ালে। এর জেরে ঘটনাস্থলেই মৃত্যু হল দুই বাইক আরোহীর। ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার যাদব পুষ্করণি এলাকা। মঙ্গলবার বেলা ১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বলে এলাকাবাসীরা জানিয়েছেন। মৃতরা হল ভগবানপুর গ্রামের সাহানওয়াজ খান ও বচ্ছিপুরের সেক আসফাক।
স্থানীয় সুত্রে জানা গেছে, এদিন ভগবানপুর থেকে বাজকুলের দিকে মোটর বাইকটি প্রচন্ড গতিতে যাওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পাকার দেওয়ালে সজোরে ধাক্কা মারে। এই ঘটনায় পাকা দেওয়ালটি হুড়মুড়িয়ে ভেঙে যায়। দুই বাইক আরোহী ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে।
ঘটনা জানাজানি হতেই স্থানীয়রা দ্রুত ছুটে এসে বাইক আরোহীদের উদ্ধার করে ভগবানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ভগবানপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাইকটিকে উদ্ধার করেছে। সেই সঙ্গে মৃতদেহদুটিকে ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে বলে জানানো হয়েছে।