কাঁথি : দিনভর কর্মসূচী সেরে বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। সেই সময়ই আচমকা দুই সন্দেহভাজন পিছু ধাওয়া করে শুভেন্দুর। বেপরোয়া ভাবে কনভয়ের পেছন পেছন সটান কাঁথির শান্তিকুঞ্জের সামনে চলে আসে তারা। ওই যুবকদের কান্ডে দেখেই তৎপর হয়ে ওঠেন শুভেন্দুর দেহরক্ষী কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা।
তাঁরা দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চালালেও কোন কারনে শুভেন্দুর পিছু ধাওয়া করেছেন তাঁরা তা নিয়ে মুখ খোলেননি। এরপরেই কাঁথি থানায় খবর পাঠানো হয়। পরে পুলিশ এসে দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গিয়েছে বলে জানা গেছে। কিন্তু কেন শুভেন্দুর পিছু ধাওয়া করল তারা তা নিয়ে মুখ খুলতে চায়নি কেউই।
সূত্রের খবর, ধৃতেরা একটি মোটর বাইক ও একটি প্রাইভেট গাড়ি চড়ে শুভেন্দুর পিছু ধাওয়া করেছিল। কাঁথি থানার পুলিশ এই মোটর বাইক ও প্রাইভেট গাড়িটিকেও থানায় নিয়ে গিয়েছে। পুলিস সূত্রে খবর, ধৃতের গাড়ি থেকে বেশ কিছু ফাইল বাজেয়াপ্ত করেছে। রাতেই ধৃতদের কাঁথি মহকুমা হাসপাতালে মেডিক্যাল চেকআপের জন্য নিয়ে যাওয়া হয়। এরপর তাঁদের থানায় এনে গোটা ঘটনার পেছনে লুকিয়ে থাকা কারণ জানতে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।