মহিষাদল : স্ত্রীকে নিয়ে কলকাতায় চিকিৎসার উদ্দেশ্যে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন মহিষাদলের প্রতিভাবান বাচিক শিল্পী। মৃত শিল্পীর নাম অভিক পন্ডা (৩৯)। তিনি মহিষাদলের গড়কমলপুরের বাসিন্দা। সূত্রের খবর, রবিবার সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে (Purba Medinipur) নিজের প্রাইভেট গাড়ি চালিয়ে কলকাতা যাওয়ার পথে ৬নং জাতীয় সড়কে বাগনানের কিছুটা আগে একটি ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা লাগে। পরে তাঁকে কলকাতায় নিয়ে গেলে চিকিৎসকরা অভিককে মৃত বলে জানায়। আহত অবস্থায় স্ত্রী চিকিৎসাধীন রয়েছে।
এই ঘটনার খবর পেয়েই অভিকের পরিবার ও বন্ধুরা কলকাতায় ছুটে যান। দেহের ময়না তদন্তের পর দেহটিকে নিয়ে বাড়িতে ফেরার উদ্যোগ নেওয়া হয়েছে পরিবারের তরফে। তবে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। অত্যন্ত মেধাবী ছাত্র অভিক মহিষাদল রাজ কলেজের বিজ্ঞান শাখায় পড়াশোনা শেষ করার পর হলদিয়ার একটি নামী কেমিক্যাল ফ্যাক্টরিতে কর্মরত ছিল। তবে সেসবের বাইরে নিয়মিত আবৃত্তি চর্চা ছিল তাঁর নেশা।
জনপ্রিয় একাধিক সংস্থার সঙ্গে বিভিন্ন মঞ্চে প্রতিনিয়ত আবৃত্তির অনুষ্ঠানে অংশ নিত অভিক। তাঁর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল বলেই শিল্পী মহলের মত। অভিকের ঘনিষ্ঠরা জানাচ্ছেন, কলেজে পড়াশোনা শেষ করলেও পরিবারের আর্থিক অসঙ্গতির জন্য পড়া এগিয়ে নিয়ে যেতে পারেননি অভিক। পরিবর্তে শিল্পাঞ্চলে কাজ করে পরিবারের আর্থিক সমৃদ্ধি ঘটিয়েছিল। অভিক পরিবারের একমাত্র ছেলে ছিল। বড় দিদি বিবাহিত। বাবা-মা-স্ত্রী ও সন্তানের দায়িত্ব ছিল তাঁর কাঁধে। আচমকা পথ দুর্ঘটনায় তরতাজা যুবকটি অচিরেই হারিয়ে গেল।