spot_imgspot_img

Social Responsibility : খেজুরীর প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজনে কলাগেছিয়া মিলন সংঘ !

খেজুরি : সামাজিক দায়বদ্ধতা থেকেই গ্রামের সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুরের খেজুরি ১ ব্লকের কলাগেছিয়া পশ্চিম পল্লী মিলন সংঘ। স্থানীয় কলাগেছিয়া আদর্শ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত স্বাস্থ্য (Social Responsibility) শিবিরে চক্ষু ও দন্ত পরীক্ষার আয়োজন করা হয় শনিবার। এই শিবিরে সব মিলিয়ে প্রায় আড়াই’শ মানুষ চক্ষু ও দন্ত পরীক্ষার সুযোগ পেয়েছেন বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

 

এদিনের স্বাস্থ্য শিবিরে মিলন সংঘের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে হেঁড়্যা কে. এল রাহা সেবা সদন। সব মিলিয়ে এই শিবিরে ১৭১ জনের চক্ষু এবং ৯২ জনের দ্ন্ত পরীক্ষা করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাগেছিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সেক ইয়াসিন, পঞ্চায়েত দুলাল মাইতি, সমাজসেবী ও খেজুরী প্রেস ক্লাবের কর্মকর্তা দুর্গা দাস, প্রগতি পরিষদ ক্লাবের সম্পাদক সত্যব্রত মিশ্র, ইউনাইটেড স্পোর্টস -র সম্পাদক শুভম জানা, প্রাক্তন উপপ্রধান অনাদী মণ্ডল প্রমুখরা।

এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত অফিসের কর্মী অশোক ত্রিপাঠী, প্রদীপ্ত ভট্টাচার্য্য, চন্দন কুমার ত্রিপাঠী, রঞ্জন ত্রিপাঠী, জয়দেব মাইতি, প্রণব কুমার ত্রিপাঠী ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ সাউ উপস্থিত ছিলেন। শিবিরে মোট উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মিলন সংঘ ক্লাবের সভাপতি দেবীরঞ্জন সনবিঘ্ন এবং সম্পাদক বিশ্বম্ভর মণ্ডল। সমগ্র অনুষ্ঠানটির  সঞ্চালনা করেছেন চন্দন কুমার ত্রিপাঠী।

পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে আপনার এলাকার যে কোনও ঘটনা / সমস্যার বিষয়ে আমাদের খবর পাঠান ৯৭৩৪৪৯১১৫৫ হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা newsdesk@purbamedinipur.in ইমেলে। আপনার নাম, ঠিকানা সহ সেই সংবাদ গুরুত্ব সহকারে প্রকাশ করব আমরা।

নিয়মিত খবরে থাকতে আমাদের সোশ্যাল সাইটে যুক্ত হয়ে যান

spot_imgspot_img

এক ক্লিকে পূর্ব মেদিনীপুর

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Latest Posts

spot_img

Don't Miss